শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | ওয়ার্ল্ড ২৫ কে কলকাতা ম্যারাথনের জার্সি উন্মোচন, প্রতিযোগীদের উৎসাহ দিতে থাকবেন ঝুলন

Sampurna Chakraborty | ২৭ নভেম্বর ২০২৪ ২৩ : ৪৮Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ১৫ ডিসেম্বর শীতের সকালে শহরে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে কলকাতা ম্যারাথনের আসর বসবে। অন্যান্য বছরের মতো এবারও কনকনে ভোরে বাঙালির গন্তব্য রেড রোড। নবম বর্ষে পড়েছে এই ম্যারাথন। এবারের থিম, 'আমার কলকাতা সোনার কলকাতা।' বুধবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ম্যারাথনের অফিসিয়াল জার্সির উন্মোচন হল। এবার অভিনব ভাবনা ছিল উদ্যোক্তাদের। শীতের আগমনের পড়ন্ত বিকেলে আকাশ থেকে নেমে এল দুটো ড্রোন। তাতে ঝুলছিল জার্সি। মঞ্চে দাঁড়িয়ে ঠিক ক্যাচ ধরার ভঙ্গিমায় ড্রোন থেকে জার্সি নামালেন ঝুলন গোস্বামী। জার্সি উন্মোচনের অনুষ্ঠানে তারকা মহিলা ক্রিকেটার ছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্পোর্টস এবং হাউজিং বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট চাণক্য চৌধুরী, প্রোক্যাম ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর বিবেক সিং প্রমুখ। 

গত তিন বছর ধরে এই ম্যারাথনের সঙ্গে যুক্ত ঝুলন। ম্যারাথনের অ্যাম্বাসেডর। তবে নিজে অংশ নেবেন কিনা এখনও ঠিক করেননি। কিন্তু প্রতিযোগীদের উৎসাহ দিতে শীতের ভোরে স্টার্টিং পয়েন্টে হাজির থাকবেন। ঝুলন বলেন, 'আমি প্রতিযোগীদের উৎসাহ দিতে থাকবে। নিজে অংশ নেব কিনা এখনও জানি না। মাঠে একটা নির্দিষ্ট জায়গায় দৌড়ানো, প্র্যাকটিস করা আলাদা। কিন্তু এখানে সবার সামনে রাস্তায় ম্যারাথনে নামা সহজ নয়। ভেবে দেখব যদি আনন্দ রানে যোগ দিতে পারি।' তবে সবাইকে ম্যারাথনে অংশ নেওয়ার আহ্বান জানান। প্রাক্তন তারকা ক্রিকেটার মনে করেন, স্বাস্থ্যের কথা ভেবেই এইধরনের ম্যারাথনে অংশ নেওয়া উচিত সকলের। ঝুলন বলেন, 'আমরা আজকাল সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গিয়েছি। ফোন সর্বস্ব। শারীরিক কসরত কম হয়। যা মোটেই ঠিক না। স্বাস্থ্যের কথা ভেবে এইধরনের দৌড়ে অংশ নেওয়া উচিত। আমি এই ইভেন্টের অঙ্গ হতে পেরে খুশি। সবারই স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হওয়া উচিত। বিশেষ করে মহিলাদের। নিজের শরীরের যত্ন নেওয়া উচিত। দৌড়নো সবচেয়ে সহজ। শুধু একজোড়া জুতো লাগে।' 

ঝুলনের কথায়, টাটা ম্যারাথন এখন বাঙালির ১২ মাসে ১৪তম পার্বণ। অলিম্পিকেও জায়গা করে নিয়েছে ম্যারাথন। ভবিষ্যতে বিশ্বমঞ্চে এই বিভাগে ভারতের সাফল্যের বিষয়ে আশাবাদী তারকা ক্রিকেটার। প্যারালিম্পিকসে দেশের সাফল্য নিয়েও উচ্ছ্বাসিত ঝুলন। ম্যারাথনের দিন উপস্থিত থাকবেন প্রাক্তন ফুটবলার সল ক্যাম্পবেল। ম্যারাথনের অনুষ্ঠান হলেও তারকা মহিলা ক্রিকেটারের উপস্থিতিতে ক্রিকেটের প্রসঙ্গ উঠবে না সেটা কি হয়! বিশেষ করে যেখানে বর্ডার-গাভাসকর ট্রফি চলছে। বিরাট কোহলির শতরান নিয়ে ঝুলন বলেন, 'সিরিজের শুরুতেই বিরাটের ফর্মে ফেরা খুবই পজিটিভ দিক ভারতের জন্য। ও যেমন ক্রিকেটার, ছন্দে ফেরা শুধুই সময়ের অপেক্ষা ছিল।' সামনেই গোলাপী বলের টেস্ট। তারকা ক্রিকেটার মনে করেন, এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া দুই দলের কাছেই চ্যালেঞ্জিং। এই প্রসঙ্গে ঝুলন বলেন, 'গোলাপী বলের টেস্টে অস্ট্রেলিয়ায় আলো পড়ার সময় বলের মুভমেন্টে একটু পরিবর্তন হয়। এটার সঙ্গে মানিয়ে নিতে দুই দলেরই একটু সমস্যা হতে পারে।' তবে ভারতের সিরিজ জেতার বিষয়ে আশাবাদী প্রাক্তন তারকা। 


Tata Steel MarathonKolkata MarathonJhulan Goswami

নানান খবর

নানান খবর

যৌন হেনস্থার ঘটনায় ফেঁসে কেরিয়ার ডুবে গিয়েছিল এই বার্সা তারকার, সেই ঘটনাতেই এবার সামনে এল নতুন আপডেট

পহেলগাঁওয়ের ঘটনার ছায়া এশিয়া কাপে, বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ, সফর নিয়েও অনিশ্চয়তা

এখনও নাকি প্লে অফে যেতে পারে হায়দরাবাদ!‌ কোন অঙ্কে জানুন 

আইপিএল ক্রিকেটারের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ, পুলিশ হন্যে হয়ে খুঁজছে বাঁহাতি এই ব্যাটারকে

লাস্ট বয়ের বিরুদ্ধে নামার আগে বাড়তি চাপ নিচ্ছে না আরসিবি, ‘আলাদা করে ভাবছি না’, জানালেন পাড়িক্কল

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

সোশ্যাল মিডিয়া